আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর 1)স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? উত্তর:নিজের প্রতি। 2)কবি কিসের মাধ্যমে আরাধনা করেছিলেন? উত্তর:সঙ্গীত। 3)নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কি করছিলেন? উত্তর:নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন| 4)"ছিনিয়ে নিয়ে গেল তোমাকে"--ছিনিয়ে কে নিয়ে গেল? উত্তর:রুদ্র সমুদ্রের বাহু। 5) 'রুদ্র সমুদ্রের বাহু' আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর: প্রাচী ধরিত্রীর বুকের থেকে৷ 6) সমুদ্রপারে কোথায় ঘন্টা বাজছিল? উত্তর:মন্দিরে। 7)"চীনছিলে জলস্থল আকাশের--"কিচেন আর কথা বলা হয়েছে? উত্তর:দুর্বোধ্য সংকেত। 8) প্রকৃতির জাদুকরী উপলব্ধি করেছেন তা কেমন ছিল? উত্তর:দৃষ্টি অতীতে ৷ 9) পশুরা কি ঘোষণা করল? উত্তর:বিনের অন্তিম কাল। 10) যুগান্তের কবি কি বলবেন? উত্তর:'ক্ষমা করো' 11) সমুদ্রেকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন? উত্তর:রুদ্র। 12) আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল? উত্তর:কৃপণ আলোর অন্তঃপুরে। 13) 'পঙ্কিল'শব্দটির অর্থ কি? উত্তর:কর্দমাক্ত৷ 1...