1)'গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের'---তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন ?
উত্তর:তপনের লেখা গল্পটি কারেকশান করার পর সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল,তা পড়তে গিয়ে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
2) ''এমন সময় ঘটল সেই ঘটনা---কোন ঘটনার কথা বলা হয়েছে?
উত্তর:তপনের ছুটির পর রীতিমতো পড়া শুরু হয়ে গেলে হঠাৎ একদিন ছোটমাসি ও মেসো পত্রিকা হাতে নিয়ে ফিরে এসেছিল যাতে তপনের গল্প ছাপানো হয়েছে|তাই তপন বিষন্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটনা ঘটল|
3)"তার চেয়ে দুঃখের কিছু নেই'৷"---কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?
উত্তর:নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়এবং তা যে চরম অপমানের সেই প্রসঙ্গে বলা হয়েছে|
4)"ছোট মাসি সেই দিকে ধাবিত হয়"---ছোটমাসি কোন দিকে ছুটে যায়?
উত্তর:স্বামী যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন, ছোটমাসি সেই দিকে ছুটে চলে যায় |
5)মামারবাড়িতে কাকে দেখার সুযোগ ঘটেছে তপনের?
উত্তর:তপনের মেসোমশাই একজন লেখক, তাকে অহরহ দেখেছে তপন |
6)"মেসোর উপযুক্ত কাজ হবে সেটা?"---উপযুক্ত কাজটি কি?
উত্তর:তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করা মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে'|
7)"তপনের গল্প করে ছোটমাসি কি বলেছিল?
উত্তর:তপনের গল্প পড়ে ছোটমাসি বলেছিল"ওমা এত বেশ লিখেছিস রে?" বলে তপনের প্রশংসা করে মেসোমশাইকে দিয়ে গল্পটি পত্রিকায় ছাপানোর কথা বলেছিল|
৪)তপনের লেখা গল্পটির কতখানি কারেকশান করেন নতুন মেসো?
উত্তর:তপনের লেখা গল্পের নাম প্রথম দিন এবং লেখক হলেন 'তপন কুমার রায' ছাড়া প্রায় সবটাই বদলে দিয়েছিলেন মেসো|গল্পটি ছাপার সময় তপন নিজের লেখা খুঁজে পায়নি|
9)"ছোটমাসিই ওর চিরকালের বন্ধু "--কাকে ওর বলা হয়েছে?
উত্তর:জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্পে এই উক্তিতে তপনের কথা বলা হয়েছে।
10)"সেই নাকি বই লেখেন|"সেই 'তিনি' মানুষটি কে?
উত্তর:সেই তিনি মানুষটি হলেন ---এই ক'দিন আগে যার সঙ্গে তপনের ছোটমাসির বিয়ে হয়ে গেল সেই নতুন মেসোমশাই।,
Comments
Post a Comment