1)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি কে ছিলেন?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ।
2)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর:'জলই পাষাণ হয়ে আছে' কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।
3) 'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর:কাব্যগ্রন্থটি 2004 সালে প্রকাশিত হয়৷
4) 'জলই পাষাণ হয়ে আছে' কাব্যগ্রন্থে মোট কবিতায় কয়টি সংখ্যা?
উত্তর:কাব্যগ্রন্থে মোট কবিতায় 31 টি সংখ্যা
5)আমাদের ডান পাশে কি রয়েছে?
উত্তর:আমাদের ডান পাশে ধবস রয়েছে।
6)আমাদের বাঁয়ে কি রয়েছে?
উত্তর:আমাদের বাড়ি গিরিখাত রয়েছে।
7) আমাদের মাথায় কি রয়েছে?
উত্তর:আমাদের মাথায় বোমারু রয়েছেl
8) আমাদের 'পায়ে পায়ে'কি রয়েছে?
উত্তর:আমাদের পায়ে পায়ে হিমানীর বাঁধ রয়েছে৷
9) "আমাদের চোখ মুখ ঢাকা"--পঙক্তির মর্মার্থ কী?
উত্তর:আমাদের পরিচয় কোনদিনই প্রকাশ পায় না তাই আমাদের চোখ মুখ ঢাকা।
10)"ছড়ানো রয়েছে কাছে দূরে--কাছে দূরে ছড়ানো কি রয়েছে?
উত্তর:কাছে দূরে ছড়ানো শিশুদের সব রয়েছে।
11)কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি?
উত্তর:কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক৷
12) আমাদের সামনে যা নেই তা কি হলো?
উত্তর:আমাদের সামনে যা নেই তা হলো পথ।
13) "অথবা এমন ইতিহাস"--কেমন ইতিহাস?
উত্তর:আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাস৷
14)'বেঁধে বেঁধে' কথাটির অর্থ কি?
উত্তর:'বেঁধে বেঁধে' কথাটির অর্থ হল সংঘবদ্ধভাবে থাকা
15)আমরা ভিখারি কত মাস?
উত্তর:আমরা ভিখারি বারোমাস
16) আমরা দোরে দোরে ফিরেছি –ফিরেছির কারণ কি?
উত্তর:ফিরেছি হল বারংবার সাহায্যের ব্যর্থ প্রার্থনা জানাতে।
17)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি চারবার ব্যবহৃত হয়েছে।
18)'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি কত সালে রচিত হয়েছিল?
উত্তর:'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি রচিত 2000--2003 সালে৷
19) কবি আমাদের কিভাবে থাকার কথা বলেছেন?
উত্তর:কবি আমাদের বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন৷
20)"আমরা ফিরেছি দোরে দোরে৷"-আমাদের দোরে দোরে ফেরার অর্থ কি?
উত্তর: দোরে দোরে ফেরার অর্থ হলো মানুষের সাহায্যের প্রত্যাশা৷
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ।
2)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর:'জলই পাষাণ হয়ে আছে' কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।
3) 'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর:কাব্যগ্রন্থটি 2004 সালে প্রকাশিত হয়৷
4) 'জলই পাষাণ হয়ে আছে' কাব্যগ্রন্থে মোট কবিতায় কয়টি সংখ্যা?
উত্তর:কাব্যগ্রন্থে মোট কবিতায় 31 টি সংখ্যা
5)আমাদের ডান পাশে কি রয়েছে?
উত্তর:আমাদের ডান পাশে ধবস রয়েছে।
6)আমাদের বাঁয়ে কি রয়েছে?
উত্তর:আমাদের বাড়ি গিরিখাত রয়েছে।
7) আমাদের মাথায় কি রয়েছে?
উত্তর:আমাদের মাথায় বোমারু রয়েছেl
8) আমাদের 'পায়ে পায়ে'কি রয়েছে?
উত্তর:আমাদের পায়ে পায়ে হিমানীর বাঁধ রয়েছে৷
9) "আমাদের চোখ মুখ ঢাকা"--পঙক্তির মর্মার্থ কী?
উত্তর:আমাদের পরিচয় কোনদিনই প্রকাশ পায় না তাই আমাদের চোখ মুখ ঢাকা।
10)"ছড়ানো রয়েছে কাছে দূরে--কাছে দূরে ছড়ানো কি রয়েছে?
উত্তর:কাছে দূরে ছড়ানো শিশুদের সব রয়েছে।
11)কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি?
উত্তর:কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক৷
12) আমাদের সামনে যা নেই তা কি হলো?
উত্তর:আমাদের সামনে যা নেই তা হলো পথ।
13) "অথবা এমন ইতিহাস"--কেমন ইতিহাস?
উত্তর:আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাস৷
14)'বেঁধে বেঁধে' কথাটির অর্থ কি?
উত্তর:'বেঁধে বেঁধে' কথাটির অর্থ হল সংঘবদ্ধভাবে থাকা
15)আমরা ভিখারি কত মাস?
উত্তর:আমরা ভিখারি বারোমাস
16) আমরা দোরে দোরে ফিরেছি –ফিরেছির কারণ কি?
উত্তর:ফিরেছি হল বারংবার সাহায্যের ব্যর্থ প্রার্থনা জানাতে।
17)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি চারবার ব্যবহৃত হয়েছে।
18)'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি কত সালে রচিত হয়েছিল?
উত্তর:'জলই পাষাণ হয়ে আছে'কাব্যগ্রন্থটি রচিত 2000--2003 সালে৷
19) কবি আমাদের কিভাবে থাকার কথা বলেছেন?
উত্তর:কবি আমাদের বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন৷
20)"আমরা ফিরেছি দোরে দোরে৷"-আমাদের দোরে দোরে ফেরার অর্থ কি?
উত্তর: দোরে দোরে ফেরার অর্থ হলো মানুষের সাহায্যের প্রত্যাশা৷
Comments
Post a Comment