1'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি শঙ্খ ঘোষের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কবি হলেন শঙ্খ ঘোষের লেখা জ্বলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত৷
অথবা
আমাদের ডান পাশে ধ্বস/আমাদের বায়ে গিরিখাত-ডানপাশে ধবসের কারণ আলোচনা করো?
অথবা
আমাদের শিশু সব ছড়ানো/ছড়ানো রয়েছে কাছে দূরে-কাছের দূরের মন্তব্যটি বুঝিয়ে দাও?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কবি হলেন শঙ্খ ঘোষের লেখা জ্বলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত৷
'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবিসকল মানুষকে একান্ত অনুভব করে মূল্যায়ন করেছেন৷ রাজনৈতিক আদর্শহীনতা ব্যক্তিদের কবি ব্যতীত করেছেন৷আমাদের ডান পাশে ধবস বায়ে গিরিখাত মাথার ওপর বোমারুর বর্ষণ পায়ে পায়ে হিমানীর বাঁধ আমাদের পথ নেই কোনসাধারণ মানুষের সামগ্রিকভাবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে আমাদের ঘর গেছে উড়ে "।মৃত্যুর তাণ্ডবলীলায় চারপাশে আতঙ্ক হয়ে পড়ে মানুষজন।
জাতীয়তার ধারণা মানুষের সঙ্গে মানুষকে আত্মীয়তা বন্ধনে বাঁধতে পারত এটা সঠিক।সাম্রাজ্যবাদী ক্ষমতাশালী ব্যক্তিরা ইতিহাসকে নিজেদের মতো গড়ে তুলতে সমর্থ হয়েছেন|অতীতকালে ঘটনা ঘটে এসেছে সেই ঘটনাটিকে বর্তমানে ঘটেছে বলে মনে হয়|সাধারণ মানুষ অন্যের চাপিয়ে দেওয়া ইতিহাসকে গ্রহণ করে ফেলেছেন তাই আমরা ভিখারি বারো মাস৷
-আমাদের কথা কে বা জানে/আমরা ফিরেছি দোরে দোরে|
কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষকে নতুনভাবে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন|মানুষের সাথে আত্মীয়তার বন্ধন করার তাদের কাজ৷অথচ সাধারন মানুষের মনে আজও স্বাভাবিকভাবে মিলনক্ষুদা রয়েছে,এক দেশের মানুষ আরেক দেশের মানুষ অন্তরঙ্গ ভালবাসতেই জড়িয়ে নিতে চায় আজ কালও আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কবি ভালোবাসার সুরকে সুন্দর ভাবে উচ্চারণ করেছেন|
Comments
Post a Comment