1)"কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল"---কোন কথা শুনে গেল?'মার্বেল হয়ে গেল'কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
উত্তর:তপনের ছোট মাসি যার সঙ্গে বিয়ে হয়,সেই নাকি বই লেখেন৷মেসোর অনেক বই ছাপানো হয়েছে।তপনের মেসোমশাই একজন সত্তিকারের লেখক|জলজ্যান্ত লেখককে এত কাছ থেকে দেখা যায় তপন এতদিন জানত না৷মেসোমশাই একজন লেখক,কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল|
"মার্বেল হয়ে গেল কথাটির অর্থ হল অবাক হওয়া বলা হয়েছে৷
2)"পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে?"কোন বিষয়কে 'আলৌকিক' ঘটনা বলা হয়েছে?
অথবা
"এমন সময় ঘটল সেই ঘটনা|"কোন ঘটনা?
অথবা
"বুকের রক্ত ছলকে ওঠে তপনের|"
তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন?
উত্তর:তপনের লেখা গল্প তার মেসো লেখক পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন৷মেসোর হাতে
'সন্ধ্যাতারা' পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে|তবে কি সত্যি গল্প ছাপা হয়েছে এবং পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরবে?তপনের কাছে এটা একটা অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে৷
3)"শুধু এই দুঃখের মুহূর্তের গভীরভাবে সংকল্প করে তপন|"--তপন কি সংকল্প করে?
উত্তর:আলোচ্য অংশটি:জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প থেকে নেওয়া হয়েছে৷
তপনের গল্প লেখা 'সন্ধ্যাতারায়'পত্রিকায় প্রকাশিত হলে তপন দুঃখে আহত হয় এবং অপমানিত বোধ করে৷কারণ তার গল্পটিকে মেসোমশাই আগাগোড়া কারেকশান করে দিয়েছে৷ নিজের লেখা গল্প পড়তে পড়তে তপনের মনে হয়েছে ,সে যেন অন্যের গল্প পড়ছে ৷তখন গল্প পড়ে বাকরুদ্ধ হয়ে যায়৷সে মনে মনে সংকল্প করে যদি কোন লেখা ছাপতে দেয়,তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে৷
4)"রত্নের মূল্য জহুরী কাছে"--রত্ন ও জহুরী কি?উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও?
অথবা
"লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসো বুঝবে",এ কোথা কার কেন মনে হয়েছিল?
উত্তর:জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবীর রত্ন বলতে তপনের প্রথম দিন গল্প কী বোঝানো হয়েছে এবং জহুরী বলতে জহর বা রত্ন চেনেন যিনি তাকেই বোঝায়৷ তাই এখানে জহুরি বলতে তপনের লেখক মেসোমশায়ের কথা বলা হয়েছে৷
ছোটবেলা থেকেই তপনের মনের মধ্যে বাসনা ছিল লেখককে চোখে দেখার৷কারণ তপন ভাবত লেখকরা অসাধারণ মানুষ,তারা অন্য জগতের মানুষ কিন্তু তখন নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল লেখকরা যে তপনের বাবা, ছোটমামা বা মেজােকাকুর মতাে মানুষ হয়৷ তপন উপলব্ধি করে যে আস্ত একটি ছোটগল্প লিখে ফেলেন|তপন গল্পটি ছোটমাসি মেসোমশাইকে দেখালে লজ্জা বোধ করে কিন্তু তিনি মনে মনে চেয়েছিল যেন গল্পটি তার মেসোমশাই দেখুক|গল্পের মূল্য তার মেসোমশাই বুঝবেন|রত্নের আসল মূল্য জহুরী কাছেই৷
Comments
Post a Comment