1) "বৃষ্টিতে ধুয়ে দিল--"বৃষ্টি এসে কি ধুয়ে দিল?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা বৃষ্টি এসে ধুয়ে দিল বসে থাকা কবির পায়ের দাগ৷
2)"অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে"--অসুখী একজন কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা কথক তার প্রিয়জনকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গিয়েছেন৷
3)"সে জানতো না"--কার কি জানার কথা বলা হয়েছে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা আলোচ্য অংশে কথক তার প্রিয়জনকে ছেড়ে চলে আসার বিষয়টি না জানার কথা বলা হয়েছে৷
4)'অসুখী একজন'কবিতায় কাদের রাস্তা দিয়ে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে?
উত্তর:কবিতায় একটা কুকুর হেঁটে চলে যাওয়া ও গির্জার এক নানের হেঁটে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে।
5)'সেই মিষ্টি বাড়ি'---মিষ্টি বাড়ির পরিবেশ কি কি ছিল?
উত্তর:সেই মিষ্টি বাড়ির পরিবেশ ছিল বারান্দা,যেখানে ঝুলন্ত বিছানায় কবি একা ঘুমিয়ে ছিলেন। সেখানে গোলাপি গাছ চিমনি, প্রাচীনজলতরঙ্গ।
6)"রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে৷"--- রক্তের এক বলতে কি বলা হয়েছে?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি ছিলেন পাবলো নেরুদা এখানে স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়েছে।
7)"সেই মেয়েটির মৃত্যু হল না৷"--কেন মেয়েটির মৃত্যু হল না?
উত্তর:অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা হলেন সর্বনাশী কালান্তক যুদ্ধে শিশু ও বাড়ির মৃত্যু হলেও কতথের অপেক্ষায় দাঁড় করিয়ে থাকা সেই মেয়েটির মৃত্যু তো হল না|
8)"তারা স্বপ্ন দেখতে পারল না৷"--কার স্বপ্ন দেখতে পারল না?
উত্তর:শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল সর্বনাশী যুদ্ধের হংকারে আর তারা স্বপ্ন দেখতে পারল না।
9)"উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে৷"---টুকরো টুকরো হয়ে কি উল্টে পড়ল?
উত্তর:'অসুখী একজন'কবিতায় দেবতারা হাজার বছর ধরে ডুবে ছিল৷স্বপ্নে মগ্ন হয়ে পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পরল|
10)কবি পাবলো নেরুদার পরিচয় কি?
উত্তর: ল্যাটিন আমেরিকান 'চিলি' পাবলো নেরুদার 1904 সালে 12 ই জুলাই জন্মগ্রহণ করেন৷তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কবি ছিলেন|
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা বৃষ্টি এসে ধুয়ে দিল বসে থাকা কবির পায়ের দাগ৷
2)"অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে"--অসুখী একজন কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা কথক তার প্রিয়জনকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গিয়েছেন৷
3)"সে জানতো না"--কার কি জানার কথা বলা হয়েছে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা আলোচ্য অংশে কথক তার প্রিয়জনকে ছেড়ে চলে আসার বিষয়টি না জানার কথা বলা হয়েছে৷
4)'অসুখী একজন'কবিতায় কাদের রাস্তা দিয়ে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে?
উত্তর:কবিতায় একটা কুকুর হেঁটে চলে যাওয়া ও গির্জার এক নানের হেঁটে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে।
5)'সেই মিষ্টি বাড়ি'---মিষ্টি বাড়ির পরিবেশ কি কি ছিল?
উত্তর:সেই মিষ্টি বাড়ির পরিবেশ ছিল বারান্দা,যেখানে ঝুলন্ত বিছানায় কবি একা ঘুমিয়ে ছিলেন। সেখানে গোলাপি গাছ চিমনি, প্রাচীনজলতরঙ্গ।
6)"রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে৷"--- রক্তের এক বলতে কি বলা হয়েছে?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি ছিলেন পাবলো নেরুদা এখানে স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়েছে।
7)"সেই মেয়েটির মৃত্যু হল না৷"--কেন মেয়েটির মৃত্যু হল না?
উত্তর:অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা হলেন সর্বনাশী কালান্তক যুদ্ধে শিশু ও বাড়ির মৃত্যু হলেও কতথের অপেক্ষায় দাঁড় করিয়ে থাকা সেই মেয়েটির মৃত্যু তো হল না|
8)"তারা স্বপ্ন দেখতে পারল না৷"--কার স্বপ্ন দেখতে পারল না?
উত্তর:শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল সর্বনাশী যুদ্ধের হংকারে আর তারা স্বপ্ন দেখতে পারল না।
9)"উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে৷"---টুকরো টুকরো হয়ে কি উল্টে পড়ল?
উত্তর:'অসুখী একজন'কবিতায় দেবতারা হাজার বছর ধরে ডুবে ছিল৷স্বপ্নে মগ্ন হয়ে পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পরল|
10)কবি পাবলো নেরুদার পরিচয় কি?
উত্তর: ল্যাটিন আমেরিকান 'চিলি' পাবলো নেরুদার 1904 সালে 12 ই জুলাই জন্মগ্রহণ করেন৷তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কবি ছিলেন|
Comments
Post a Comment