Skip to main content

Bengali (Class-X), দ্বিতীয় অধ্যায়,Part-2,নম্বর-- o১

1) "বৃষ্টিতে ধুয়ে দিল--"বৃষ্টি এসে কি ধুয়ে দিল?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা বৃষ্টি এসে ধুয়ে দিল বসে থাকা কবির পায়ের দাগ৷
2)"অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে"--অসুখী একজন কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা কথক তার প্রিয়জনকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে গিয়েছেন৷
3)"সে জানতো না"--কার কি জানার কথা বলা হয়েছে?
উত্তর:"অসুখী একজন"কবিতার কবি হলেন পাবলো নেরুদা আলোচ্য অংশে কথক তার প্রিয়জনকে ছেড়ে চলে আসার বিষয়টি না জানার কথা বলা হয়েছে৷
4)'অসুখী একজন'কবিতায় কাদের রাস্তা দিয়ে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে?
উত্তর:কবিতায় একটা কুকুর হেঁটে চলে যাওয়া ও গির্জার এক নানের হেঁটে চলে যাওয়ার বর্ণনা করা হয়েছে।
5)'সেই মিষ্টি বাড়ি'---মিষ্টি বাড়ির পরিবেশ কি কি ছিল?
উত্তর:সেই মিষ্টি বাড়ির পরিবেশ ছিল বারান্দা,যেখানে ঝুলন্ত বিছানায় কবি একা ঘুমিয়ে ছিলেন। সেখানে গোলাপি গাছ চিমনি, প্রাচীনজলতরঙ্গ।
6)"রক্তের এক  আগ্নেয় পাহাড়ের মতাে৷"--- রক্তের এক বলতে কি বলা হয়েছে?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি ছিলেন পাবলো নেরুদা এখানে স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়েছে।
7)"সেই মেয়েটির মৃত্যু হল না৷"--কেন মেয়েটির মৃত্যু হল না?
উত্তর:অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা হলেন সর্বনাশী কালান্তক যুদ্ধে শিশু ও বাড়ির মৃত্যু হলেও কতথের অপেক্ষায় দাঁড় করিয়ে থাকা সেই মেয়েটির মৃত্যু তো হল না|
8)"তারা স্বপ্ন দেখতে পারল না৷"--কার স্বপ্ন দেখতে পারল না?
উত্তর:শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল সর্বনাশী যুদ্ধের হংকারে আর তারা স্বপ্ন দেখতে পারল না।
9)"উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে৷"---টুকরো টুকরো হয়ে কি উল্টে পড়ল?

উত্তর:'অসুখী একজন'কবিতায় দেবতারা হাজার বছর ধরে ডুবে ছিল৷স্বপ্নে মগ্ন হয়ে পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পরল|
10)কবি পাবলো নেরুদার পরিচয় কি?
উত্তর: ল্যাটিন আমেরিকান 'চিলি' পাবলো নেরুদার 1904 সালে 12 ই জুলাই জন্মগ্রহণ করেন৷তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কবি ছিলেন|


Comments

Popular posts from this blog

Bengali(Class--X),চতুর্থ অধ্যায়, Part--2,নম্বর-০১

1)ফাউন্টেন পেনের নামটা বাংলায় রবীন্দ্রনাথ কি দিয়েছিলেন? উত্তর:ফাউন্টেন পেন বাংলা নামটা রবীন্দ্রনাথ ঝরনা কলম রেখে দিয়েছিলেন৷ 2)ফাউন্টেন পেনের আবিষ্কার কে ছিলেন? উত্তর:ফাউন্টেন পেনের আবিষ্কার হলেন লুইস অ্যান্ডসন ওয়াটারম্যান| 3)কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামী দোকানে লেখক কি কিনতে গিয়েছিলেন? উত্তর:কলকাতার কলেজ স্ট্রিটে একটি নামি দোকানে লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল৷ 4)প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর:প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন| 5)'তাদের বাহারি সব নাম'--নাম কি? উত্তর:বাহারি সব নাম হল সুলেখা কালি| 6)ফাউন্টেন পেন বাজার দখল করে  সরিয়ে দিয়েছিল? উত্তর:দোয়াত আর কলম ফাউন্টেন পেন বাজার দখল করে দিয়েছিল ৷ 7)লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন? উত্তর:লেখক সুভাে ঠাকুরের কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন। 8) লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল? উত্তর:লেখকের শৈশবে লেখার পাত বলতে ছিল।কাগজাকৃতি তাতেই লেখকরা হোমটাক্স করতেন| 9)লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতেন বলেছেন? উত্তর:লেখকের জন্ম হলে নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙ্গে নিয়ে কলম হিসেবে ব্যবহা...

Bengali (Class--X), Part--3,-০৫

1)"ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল"--যাতায়াতের সম্বন্ধে যা জানো আলোচনা করো?               অথবা "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য"---কলম কাদের কাছে অস্পৃশ্য?কলম সম্পর্কে মূল ধারণা দিয়েছেন? উত্তর:'হারিয়ে যাওয়া কালি কলম'রচনা লেখক নিখিল সরকার সময়ের অগ্রগতিরকলামের পরিনতি দেখে তাৎপর্য মন্তব্য করেছে। আধুনিকতার পথে কলম ক্রমশ হারিয়ে যেতে থাকে মানুষের হাত থেকে|গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম,খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়|পালকের পেন হারিয়ে গিয়ে ফাউন্টেন পেন, সস্তার বল পেন বাজারে চলে আসে৷ তাই পকেটমার ও কলম চুরি করতে পারেনা--'কলম তাদের কাছে আজ অস্পৃশ্য৷ ছেলেবেলা একজন দারোগাবাবুকে দেখেছিলেন যাঁর কলম ছিল পায়ের মোজার গোঁজা।একসময় মানুষের লেখার একমাত্র অবলম্বন ছিল বাঁশের কলম|শৈশবকালে লেখকরা নিজেরাই কলম তৈরি করতে পারতেন|সময়ের অগ্রগতির ফলে বাঁশের কলম উধাও হয়ে গিয়ে চলে এল পালকের কলম|তারপর ফাউনটেন পেন এবং বল পেন বাজার দখল করে ফেলেছিল।ফেরিওয়ালারাও কলম বিক্রি করে পেশা করতেন।অতি আধুনিক ছেলেরা লেখক দেখেছেন কলম বুকপকেটে রাখার পরিবর্তে কাঁধের ছো...

Bengali(Class--X),তৃতীয় অধ্যায়, Part-02,নম্বর--০১

1) "আয় আরো বেঁধে বেঁধে থাকি৷"--বক্তার কখন এমন মনে হয়? উত্তর:বক্তা যখন হিংসার মধ্যে পৃথিবীতে বোমারু বিমানের হানায় যখন প্রতিমুহূর্তে মৃত্যুরভয় তাড়া করে,সেই বিপন্ন সময় এবং তার এমন মনে হয়| 2)কবিতায় কথকের ডানপাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কথকের ডানপাশে ধ্বসের চিহ্ন ছড়িয়ে রয়েছে| 3) কবিতায় কবি তার বাঁ দিকে কী দেখেছেন ? উত্তর:কবিতায় কবি তার বাঁ দিকে গভীর গিরিখাত দেখেছেন| 4)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি পায়ে পায়ে কিসের সংখ্যা ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কথকের পায়ে পায়ে হিমানী বাধ| 5) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কার লেখা,কোন কাব্যের অন্তর্গত ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যের অন্তর্গত। 6)শিশুদের সব যেখানে--সেখানে ছড়ানো আছে কেন? উত্তর:যুদ্ধে দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষের সর্বস্ব হারিয়েছে সেইসব বিপন্ন মানুষের চারপাশে-কাছে দূরে শিশুদের 7) 'আমাদের মাথায় বোমারু'--বোমারু কথার অর্থ কি? উত্তর:বোমা...