1) 'অসুখী একজন'কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি পাবলো নেরুদা বাংলায় তরজমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য কাব্য গ্রন্থটি হল বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে৷
2)"সমস্ত সমতলে ধরে গেল আগুন--"কিভাবে সমস্ত সমর্থনে আগুন ধরে গেল?
উত্তর:'অসুখী একজন' কবিতার কবি হলেন পাবলো নেরুদা ভয়াবহ যুদ্ধের কারণে সমতল ধরে গেল আগুন।
3) "যেখানে শহর ছিল---"সেখানে আজ কেমন দৃশ্য দেখা গেল?
উত্তর:যেখানে শহর ছিল,যুদ্ধে ধ্বংসের কারণে সেই শহরে আজ ছড়িয়ে আছে কাঠ কয়লা,দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা,রক্তের কালো দাগ|
4)"সব চূর্ণ হয়ে গেল"--কি চূর্ণ হয়ে গেল,কিভাবে?
উত্তর:কবিতায় ভয়ঙ্কর যুদ্ধের কারণে কোথাও ছেড়ে আসা মিষ্টি বাড়ি, বারান্দা,গোলাপি গাছ, চিমনি,প্রাচীন জল তরঙ্গ সবকিছু চূর্ণ হয়ে গেল|
5)"রক্তের একটা কালো দাগ"--কি কারণে রক্তপাত হয়েছিল?
উত্তর:স্পেনের গৃহযুদ্ধে(1936--39)বহু মানুষ হতাহত হয়,তাই এই রক্তপাত|
6)"শিশু আর বাড়িরা খুন হলো৷--কিভাবে শিশু আর বাড়ির খুন হল?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি হলেন পাবলো নেরুদা ভয়াবহ যুদ্ধের ফলে শিশু আর বাড়ির মানুষেরা খুন হল৷
7)"তারপর যুদ্ধ এল"---'অসুখী একজন'যুদ্ধ ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি হলেন পাবলো নেরুদা রচিত কবিতায় যুদ্ধ আসাকে রক্তের এক আগ্নেয়পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
8)"শান্ত হলুদ দেবতারা/যারা হাজার বছর ধরে--"দেবতারা কি করেছিলেন?
উত্তর:'অসুখী একজন' কবিতার কবি পাবলো নেরুদা শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন ,যেন স্বপ্ন দেখছিলেন|
9)Extravagaria কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে?
উত্তর:কবি পাবলো নেরুদা রচিত Extravagaria কাব্য গ্রন্থে মোট 61টি কবিতা রয়েছে।
10)"নেমে এল তার মাথার ওপর|"--মাথার ওপর কি নেমে এল?
উত্তর:'অসুখী একজন'কবিতার কবি হলেন পাবলো নেরুদা কথকের জন্য অপেক্ষারত সেই প্রিয়জন মাথার ওপর একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে।
Comments
Post a Comment