Skip to main content

Bengali (Class X) : প্রথম অধ্যায়;Part- 7 ; নম্বর-৫

1) তপন আর পড়তে পারে না৷বোবার মতো বসে থাকে--বোবার মতো বসে থাকার কারণ কি বুঝিয়ে দাও?
                                   অথবা
'ছাপা হয় হোক,না হয় না হোক৷--কি ছাপার কথা বলা হয়েছে?বক্তার একজন প্রতিজ্ঞা করার কারণ বর্ণনা করো?
                                    অথবা
'তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন'---আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে?এ রকম মনে হওয়ার কারণ বর্ণনা করো?
                                     অথবা
'জ্ঞানচক্ষু'গল্পে 'জ্ঞানচক্ষু'বলতে কী বোঝানো হয়েছে?গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে আলোচনা করো?
উত্তর:'জ্ঞানচক্ষু' গল্পের সাহিত্যিক আশাপূর্ণা দেবী গল্পে তপনের আনকোরা হাতে লেখা গল্পটির ছাপার কথা বলা হয়েছে|

জ্ঞানচক্ষু বলতে মানুষের আত্ম অনুভূতি এবং অন্তর লাভের বিষয়টিকে লেখিকা প্রকাশ করতে চেয়েছেন৷
'জ্ঞানচক্ষু'গল্পের নায়ক তপন ছোটমাসির সঙ্গে যে লেখক মেসোর বিয়ে হয়েছিল তা দেখে প্রথমে অবাক ও বিস্মিত হয়েছিল|কারণ তপন মনে ভেবে নিয়ে ছিলেন লেখক মানে কোন অন্য গ্রহের লোক।তাই তপন এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।তপন তার ছোটমেসোমশাই কে দেখে আস্ত একটি গল্প লিখে ফেলে|ছোট মাসির প্রশ্রয়ে এবং লেখক মেসোর প্রভাবে সেই গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপানো হলে তপন আনন্দে আত্মহারা হয়ে পড়ে--"তপনের বুকের রক্ত ছলকে ওঠে৷

এদিকে বাড়িতে  তপনের নাম হয়ে গিয়েছে কবি,সাহিত্যিক, কথাশিল্পী।মায়ের ধমকে রীতিমত পড়া শুরু করলে,তপন ছাপানো গল্পে সে আর নিজেকে কোথাও খুঁজে পায় না৷ ফলে তপনের লেখক মন অনেক আহত হয়|তার মানে মেসো তপনের গল্পটিত্রকে আগাগোড়াই কারেকশন করে ফেলেছেন। তপন আর পড়তে পারে না৷বোবার মতো বসে থাকে।"তপন দুঃখে, লজ্জায় ও অসম্মানে একলা ছাদে গিয়ে কেঁদে ফেলেছে৷তপন গভীরভাবে সংকল্প করে নেয়--"যদি কখনো লেখা ছাপতে দেয় তো,তপন নিজে গিয়ে দেবে৷ নিজের কাঁচা লেখা|ছাপা হয় হোক, না হয় না হোক।"
এই গল্পে এটাই বোঝা যায় যে আত্মমর্যাদাবোধের সঙ্গে আপসস করে জীবনে কখনোই লাভ করা যায় না৷

Comments

Popular posts from this blog

Bengali(Class--X),চতুর্থ অধ্যায়, Part--2,নম্বর-০১

1)ফাউন্টেন পেনের নামটা বাংলায় রবীন্দ্রনাথ কি দিয়েছিলেন? উত্তর:ফাউন্টেন পেন বাংলা নামটা রবীন্দ্রনাথ ঝরনা কলম রেখে দিয়েছিলেন৷ 2)ফাউন্টেন পেনের আবিষ্কার কে ছিলেন? উত্তর:ফাউন্টেন পেনের আবিষ্কার হলেন লুইস অ্যান্ডসন ওয়াটারম্যান| 3)কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামী দোকানে লেখক কি কিনতে গিয়েছিলেন? উত্তর:কলকাতার কলেজ স্ট্রিটে একটি নামি দোকানে লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল৷ 4)প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর:প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন| 5)'তাদের বাহারি সব নাম'--নাম কি? উত্তর:বাহারি সব নাম হল সুলেখা কালি| 6)ফাউন্টেন পেন বাজার দখল করে  সরিয়ে দিয়েছিল? উত্তর:দোয়াত আর কলম ফাউন্টেন পেন বাজার দখল করে দিয়েছিল ৷ 7)লেখক কার কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন? উত্তর:লেখক সুভাে ঠাকুরের কাছে সোনার দোয়াত কলম দেখেছিলেন। 8) লেখকের শৈশবে লেখার পাত কেমন ছিল? উত্তর:লেখকের শৈশবে লেখার পাত বলতে ছিল।কাগজাকৃতি তাতেই লেখকরা হোমটাক্স করতেন| 9)লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতেন বলেছেন? উত্তর:লেখকের জন্ম হলে নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙ্গে নিয়ে কলম হিসেবে ব্যবহা...

Bengali (Class--X), Part--3,-০৫

1)"ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল"--যাতায়াতের সম্বন্ধে যা জানো আলোচনা করো?               অথবা "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য"---কলম কাদের কাছে অস্পৃশ্য?কলম সম্পর্কে মূল ধারণা দিয়েছেন? উত্তর:'হারিয়ে যাওয়া কালি কলম'রচনা লেখক নিখিল সরকার সময়ের অগ্রগতিরকলামের পরিনতি দেখে তাৎপর্য মন্তব্য করেছে। আধুনিকতার পথে কলম ক্রমশ হারিয়ে যেতে থাকে মানুষের হাত থেকে|গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম,খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়|পালকের পেন হারিয়ে গিয়ে ফাউন্টেন পেন, সস্তার বল পেন বাজারে চলে আসে৷ তাই পকেটমার ও কলম চুরি করতে পারেনা--'কলম তাদের কাছে আজ অস্পৃশ্য৷ ছেলেবেলা একজন দারোগাবাবুকে দেখেছিলেন যাঁর কলম ছিল পায়ের মোজার গোঁজা।একসময় মানুষের লেখার একমাত্র অবলম্বন ছিল বাঁশের কলম|শৈশবকালে লেখকরা নিজেরাই কলম তৈরি করতে পারতেন|সময়ের অগ্রগতির ফলে বাঁশের কলম উধাও হয়ে গিয়ে চলে এল পালকের কলম|তারপর ফাউনটেন পেন এবং বল পেন বাজার দখল করে ফেলেছিল।ফেরিওয়ালারাও কলম বিক্রি করে পেশা করতেন।অতি আধুনিক ছেলেরা লেখক দেখেছেন কলম বুকপকেটে রাখার পরিবর্তে কাঁধের ছো...

Bengali(Class--X),তৃতীয় অধ্যায়, Part-02,নম্বর--০১

1) "আয় আরো বেঁধে বেঁধে থাকি৷"--বক্তার কখন এমন মনে হয়? উত্তর:বক্তা যখন হিংসার মধ্যে পৃথিবীতে বোমারু বিমানের হানায় যখন প্রতিমুহূর্তে মৃত্যুরভয় তাড়া করে,সেই বিপন্ন সময় এবং তার এমন মনে হয়| 2)কবিতায় কথকের ডানপাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কথকের ডানপাশে ধ্বসের চিহ্ন ছড়িয়ে রয়েছে| 3) কবিতায় কবি তার বাঁ দিকে কী দেখেছেন ? উত্তর:কবিতায় কবি তার বাঁ দিকে গভীর গিরিখাত দেখেছেন| 4)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি পায়ে পায়ে কিসের সংখ্যা ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কথকের পায়ে পায়ে হিমানী বাধ| 5) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কার লেখা,কোন কাব্যের অন্তর্গত ? উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যের অন্তর্গত। 6)শিশুদের সব যেখানে--সেখানে ছড়ানো আছে কেন? উত্তর:যুদ্ধে দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষের সর্বস্ব হারিয়েছে সেইসব বিপন্ন মানুষের চারপাশে-কাছে দূরে শিশুদের 7) 'আমাদের মাথায় বোমারু'--বোমারু কথার অর্থ কি? উত্তর:বোমা...