১)আমরা বারোমাস ভিখারি কেন?
উত্তর:সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে অথবা দুর্বল রাষ্ট্রের অধিকার কার জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন৷ জীবিকা হারিয়ে ভিখারী হয়ে গেছে।
2)'আমাদের ঘর উড়ে গেছে'বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:কবিতার কথক বলেছেন,যেভাবে যুদ্ধের ভয়াবহ আক্রমণ তাদের জীবনকে ছারখার করে দিয়েছে তাতে তাদের ঘরবাড়ি নিশ্চিন্ত হয়ে গেছে|
3)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'--কাদের উদ্দেশ্যে এই আহ্বান?
উত্তর:প্রতিকূল সমাজব্যবস্থায় যারা সংগ্রাম করে টিকে আছে তাদের প্রতি এই আহ্বান।
4)"আমাদের ইতিহাস নেই--"এ কথার অর্থ কি?
উত্তর:"আমাদের ইতিহাস নেই"--এ-কথা বলার অর্থ হল বক্তা যে সামাজিক অবস্থায় রয়েছেন,সেখানকার মানুষ কোনদিনও ইতিহাসে স্থান অধিকার পায় না৷
5)"অথবা এমন ইতিহাস"--ইতিহাস থেকে থাকলে তার স্বরূপটি বুঝিয়ে দাও?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কবি শঙ্খ ঘোষ৷কবিতার কথকের সমাজের ইতিহাস থেকে থাকলেও সেখানে সকলের চোখ- মুখ ঢাকা,এখানকার মানুষ কোন দিন এই ইতিহাসে ঠাঁই পায়নি।
উত্তর:সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে অথবা দুর্বল রাষ্ট্রের অধিকার কার জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন৷ জীবিকা হারিয়ে ভিখারী হয়ে গেছে।
2)'আমাদের ঘর উড়ে গেছে'বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:কবিতার কথক বলেছেন,যেভাবে যুদ্ধের ভয়াবহ আক্রমণ তাদের জীবনকে ছারখার করে দিয়েছে তাতে তাদের ঘরবাড়ি নিশ্চিন্ত হয়ে গেছে|
3)'আয় আরো বেঁধে বেঁধে থাকি'--কাদের উদ্দেশ্যে এই আহ্বান?
উত্তর:প্রতিকূল সমাজব্যবস্থায় যারা সংগ্রাম করে টিকে আছে তাদের প্রতি এই আহ্বান।
4)"আমাদের ইতিহাস নেই--"এ কথার অর্থ কি?
উত্তর:"আমাদের ইতিহাস নেই"--এ-কথা বলার অর্থ হল বক্তা যে সামাজিক অবস্থায় রয়েছেন,সেখানকার মানুষ কোনদিনও ইতিহাসে স্থান অধিকার পায় না৷
5)"অথবা এমন ইতিহাস"--ইতিহাস থেকে থাকলে তার স্বরূপটি বুঝিয়ে দাও?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কবি শঙ্খ ঘোষ৷কবিতার কথকের সমাজের ইতিহাস থেকে থাকলেও সেখানে সকলের চোখ- মুখ ঢাকা,এখানকার মানুষ কোন দিন এই ইতিহাসে ঠাঁই পায়নি।
Comments
Post a Comment