জ্ঞানচুক্ষ
আশাপূর্ণা দেবী
1) ছোটোমাসি তপনের থেকে বয়সে কত বছরের বড়ো ছিল?
উত্তর: ছোটোমাসি তপনের থেকে বয়সে আট বছরের বড়ো ছিল|
2) তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটোমেসো খান---ছোটোমেসো কী খান?
উত্তর:তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটোমেসো সিগারেট খান|
3)ছোটোমেসো কার বাড়িতে এসে রয়েছেন?
উত্তর:ছোটোমেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেনl
4) ছোটোমেসো আর মাসি একাদিন বেড়াতে এলে, হাতে এক কীসের সংখ্যা ছিল?
উত্তর:হাতে এক সংখ্যা 'সন্ধ্যাতারা'
5) ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতােে নিয়ে বসে বসে কী খায়?
উত্তর:ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতােে নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়|
6)'তিনি নাকি বই লেখেন|'--- কার কথা বলা হয়েছে?
উত্তর:'জ্ঞানচুক্ষ' গল্পে ছোটোমেসোর কথা বলা হয়েছে|
7)তপন মামার বাড়ি থেকে চলে এসেই তার নাম কী হয়েছিল?
উত্তর:তপন মামার বাড়ি থেকে চলে এসেই তার নাম কবি, সাহিত্যিক, কথাশিল্পী হয়েছিল।
৪) ছোটোমেসো কাকে ডেকে পাঠান?
উত্তর:ছোটোমেসো তপনকে ডেকে পাঠান।
9) তপনের গল্পটি কে ছাপিয়ে দিয়েছেন?
উত্তর:তপনের লেখক মেসো গল্পটি ছাপিয়ে দিয়েছেন|
10) 'অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে|'--- অমুক বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর:অমুক বলতে ছোটোমেসোকে বোঝানো হয়েছে||
Comments
Post a Comment