অসুখী একজন
পাবলো নেরুদা
1)অসুখী একজন কবিতার কবি কে?
উত্তর:অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা|
2)পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:1904--1973 সালে জন্মগ্রহণ করেন।
3)পাবলো নেরুদা কোন দেশের লোক ছিলেন?
উত্তর: পাবলো নেরুদা চিলি দেশের লোক ছিলেন।
4)কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার কত সালে লাভ করেন?
উত্তর:কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার 1971 সালে লাভ করেন।
5)পাবলো নেরুদার আসল নাম কি? বা প্রকৃত নাম কি?
উত্তর:পাবলো নেরুদার আসল নাম নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতাে|
6)'অসুখী একজন' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে|
7)'অসুখী একজন' কবিতাটি ইংরেজি তরজমাটির অর্থ কি?
উত্তর: The happy one
8)'অসুখী একজন'কবিতায় বাংলায় কে তরজমা করেছেন?
উত্তর:অসুখী একজন কবিতা বাংলায় তরজমা করেন নবারুণ ভট্টাচার্য।
9)অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়---কাকে দাঁড় করিয়ে রেখেছিল?
উত্তর:প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখেছিলেন|
10)"তারপর যুদ্ধ এল"--কবি এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন?
কবি এখানে স্পেনের গৃহযুদ্ধ প্রতি ইঙ্গিত করেছেন৷
11)"তারা স্বপ্ন দেখতে পারলো না"--কারা স্বপ্ন দেখতে পারলো না?
উত্তর:দেবতারা স্বপ্ন দেখতে পারলো না| -
12)"হেঁটে গেল গির্জায় এক"--কারা গির্জায় হেঁটে গেলেন?
উত্তর:নান গির্জায় হেঁটে গেলেন|
13) 'অসুখী একজন' কবিতার কবি কোথায় চলে গেছেন?
উত্তর:অসুখী একজন কবিতার কবি দূরে চলে গেছেন|
14)"নেমে এল তার মাথার উপর "---কি নেমে এল?
উত্তর:বছর নেমে এল|
15)'অসুখী একজন' কবিতায় কারা খুন হলেন?
উত্তর:অসুখী একজন কবিতার শিশু আর বাড়ি খুন হল|
16)'অসুখী একজন'কবিতায় কার মৃত্যু হলো না?
উত্তর:অসুখী একজন কবিতা মেয়েটির মৃত্যু হল না|
17)"হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে"--কারা ধ্যানে ডুবেছিল?
উত্তর:শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল৷
18)"ধ্যানে ডুবেছিল"--কত বছর ধরে ধ্যানে ডুবেছিল?
উত্তর:হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল
19)'আমি' কথাই ঘুমিয়েছিলাম?
উত্তর:ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম।
20)মেয়েটি কার জন্য অপেক্ষা করছে?
উত্তর:মেয়েটি কবির জন্য অপেক্ষা করছে৷
21)"একটা কুকুর চলে গেল,হেঁটে গেল গির্জায় নান"---এরপর কত বছর কেটে যায়?
পাবলো নেরুদা
1)অসুখী একজন কবিতার কবি কে?
উত্তর:অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা|
2)পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:1904--1973 সালে জন্মগ্রহণ করেন।
3)পাবলো নেরুদা কোন দেশের লোক ছিলেন?
উত্তর: পাবলো নেরুদা চিলি দেশের লোক ছিলেন।
4)কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার কত সালে লাভ করেন?
উত্তর:কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার 1971 সালে লাভ করেন।
5)পাবলো নেরুদার আসল নাম কি? বা প্রকৃত নাম কি?
উত্তর:পাবলো নেরুদার আসল নাম নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতাে|
6)'অসুখী একজন' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে|
7)'অসুখী একজন' কবিতাটি ইংরেজি তরজমাটির অর্থ কি?
উত্তর: The happy one
8)'অসুখী একজন'কবিতায় বাংলায় কে তরজমা করেছেন?
উত্তর:অসুখী একজন কবিতা বাংলায় তরজমা করেন নবারুণ ভট্টাচার্য।
9)অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়---কাকে দাঁড় করিয়ে রেখেছিল?
উত্তর:প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখেছিলেন|
10)"তারপর যুদ্ধ এল"--কবি এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন?
কবি এখানে স্পেনের গৃহযুদ্ধ প্রতি ইঙ্গিত করেছেন৷
11)"তারা স্বপ্ন দেখতে পারলো না"--কারা স্বপ্ন দেখতে পারলো না?
উত্তর:দেবতারা স্বপ্ন দেখতে পারলো না| -
12)"হেঁটে গেল গির্জায় এক"--কারা গির্জায় হেঁটে গেলেন?
উত্তর:নান গির্জায় হেঁটে গেলেন|
13) 'অসুখী একজন' কবিতার কবি কোথায় চলে গেছেন?
উত্তর:অসুখী একজন কবিতার কবি দূরে চলে গেছেন|
14)"নেমে এল তার মাথার উপর "---কি নেমে এল?
উত্তর:বছর নেমে এল|
15)'অসুখী একজন' কবিতায় কারা খুন হলেন?
উত্তর:অসুখী একজন কবিতার শিশু আর বাড়ি খুন হল|
16)'অসুখী একজন'কবিতায় কার মৃত্যু হলো না?
উত্তর:অসুখী একজন কবিতা মেয়েটির মৃত্যু হল না|
17)"হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে"--কারা ধ্যানে ডুবেছিল?
উত্তর:শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল৷
18)"ধ্যানে ডুবেছিল"--কত বছর ধরে ধ্যানে ডুবেছিল?
উত্তর:হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল
19)'আমি' কথাই ঘুমিয়েছিলাম?
উত্তর:ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম।
20)মেয়েটি কার জন্য অপেক্ষা করছে?
উত্তর:মেয়েটি কবির জন্য অপেক্ষা করছে৷
21)"একটা কুকুর চলে গেল,হেঁটে গেল গির্জায় নান"---এরপর কত বছর কেটে যায়?
উত্তর:এক বছর কেটে যায়৷
Comments
Post a Comment