1) "আয় আরো বেঁধে বেঁধে থাকি৷"--বক্তার কখন এমন মনে হয়?
উত্তর:বক্তা যখন হিংসার মধ্যে পৃথিবীতে বোমারু বিমানের হানায় যখন প্রতিমুহূর্তে মৃত্যুরভয় তাড়া করে,সেই বিপন্ন সময় এবং তার এমন মনে হয়|
2)কবিতায় কথকের ডানপাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কথকের ডানপাশে ধ্বসের চিহ্ন ছড়িয়ে রয়েছে|
3) কবিতায় কবি তার বাঁ দিকে কী দেখেছেন ?
উত্তর:কবিতায় কবি তার বাঁ দিকে গভীর গিরিখাত দেখেছেন|
4)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি পায়ে পায়ে কিসের সংখ্যা ?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কথকের পায়ে পায়ে হিমানী বাধ|
5) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কার লেখা,কোন কাব্যের অন্তর্গত ?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যের অন্তর্গত।
6)শিশুদের সব যেখানে--সেখানে ছড়ানো আছে কেন?
উত্তর:যুদ্ধে দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষের সর্বস্ব হারিয়েছে সেইসব বিপন্ন মানুষের চারপাশে-কাছে দূরে শিশুদের
7) 'আমাদের মাথায় বোমারু'--বোমারু কথার অর্থ কি?
উত্তর:বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপ করে বা
বর্ষণ করে|এখানে যুদ্ধের সময় ব্যবহৃত বোমারু বিমানকে বোঝানো হয়েছে৷
8)কেন বিপন্ন মানুষ দোরে দোরে ঘুরছে?
উত্তর-বিপন্ন লোকের অবস্থা ভিখারির মত তাই সাহায্যের আশায় আশ্রয়ের দোরে দোরে ঘুরছে|
9)'বেঁধে বেঁধে থাকি'--বেঁধে বেঁধে থাকার অর্থ কি?
উত্তর:বেঁধে বেঁধে থাকার অর্থ হলো এক হয়ে থাকা অবাধ্য সহমর্মিতায় বেঁচে থাকা|
10)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় 'আমরা'কারা?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতায় 'আমরা'বলতে যুদ্ধ বিধ্বস্ত নিরাশ্রয় সর্বহারা সাধারণ মানুষদের বোঝানো হয়েছে|
উত্তর:বক্তা যখন হিংসার মধ্যে পৃথিবীতে বোমারু বিমানের হানায় যখন প্রতিমুহূর্তে মৃত্যুরভয় তাড়া করে,সেই বিপন্ন সময় এবং তার এমন মনে হয়|
2)কবিতায় কথকের ডানপাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতার কথকের ডানপাশে ধ্বসের চিহ্ন ছড়িয়ে রয়েছে|
3) কবিতায় কবি তার বাঁ দিকে কী দেখেছেন ?
উত্তর:কবিতায় কবি তার বাঁ দিকে গভীর গিরিখাত দেখেছেন|
4)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি পায়ে পায়ে কিসের সংখ্যা ?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কথকের পায়ে পায়ে হিমানী বাধ|
5) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতাটি কার লেখা,কোন কাব্যের অন্তর্গত ?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যের অন্তর্গত।
6)শিশুদের সব যেখানে--সেখানে ছড়ানো আছে কেন?
উত্তর:যুদ্ধে দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষের সর্বস্ব হারিয়েছে সেইসব বিপন্ন মানুষের চারপাশে-কাছে দূরে শিশুদের
7) 'আমাদের মাথায় বোমারু'--বোমারু কথার অর্থ কি?
উত্তর:বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপ করে বা
বর্ষণ করে|এখানে যুদ্ধের সময় ব্যবহৃত বোমারু বিমানকে বোঝানো হয়েছে৷
8)কেন বিপন্ন মানুষ দোরে দোরে ঘুরছে?
উত্তর-বিপন্ন লোকের অবস্থা ভিখারির মত তাই সাহায্যের আশায় আশ্রয়ের দোরে দোরে ঘুরছে|
9)'বেঁধে বেঁধে থাকি'--বেঁধে বেঁধে থাকার অর্থ কি?
উত্তর:বেঁধে বেঁধে থাকার অর্থ হলো এক হয়ে থাকা অবাধ্য সহমর্মিতায় বেঁচে থাকা|
10)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় 'আমরা'কারা?
উত্তর:'আয় আরো বেঁধে বেঁধে থাকি'কবিতায় 'আমরা'বলতে যুদ্ধ বিধ্বস্ত নিরাশ্রয় সর্বহারা সাধারণ মানুষদের বোঝানো হয়েছে|
Comments
Post a Comment