1)'এ বিষয়ে সন্দেহ ছিল তপনের'--- কোন বিষয়ে তপনের ছিল?
উত্তর: এ বিষয় বলতে লেখকেরা যে বাবা,ছোটোমামা,মেজোকাকুরমতো সাধারন মানুষ,তারা অন্য গ্রহের লোক নয় এটাতেই তপনের সন্দেহ ছিল|
2)'রত্নের মূল্য জহুরীর কাছেই'--- জহুরীর কথার অর্থ কী?
উত্তর: গুনী ব্যক্তিরাই অপরজনের গুনের কদর দিতে পারে৷ জ্ঞানী ব্যক্তিরাই লেখার মূল্য বুঝবে৷
তপনের গল্পের যথার্থ মূল্যায়ন যদি কেউ করতে পারেন তিনি ছোটোমেসো।
3) 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে'---তপনের কোন কথাট ছাড়িয়ে পড়ে?
উত্তর: ছোটোমাসি বিয়েতে এসে তপন আস্ত গল্প লিখে ফেলে
সেই গল্প ছাপার পর মেসোর কারেকশনের কথা ছাড়িয়ে পড়ে৷
4)'তপন আর পড়তে পাড়ে না'--পড়তে না পারার কারন কী?
উত্তর: তপনের প্রথম দিন গল্প কারেকশন করে ছোটোমেসো 'সন্ধ্যাতারা'পত্রিকায় ছাপিয়ে দিয়েছেন৷
পত্রিকায় ছাপানো গল্পটি পড়তে গিয়ে পাকা হাতের লেখা দেখে তপন আর পড়তে পারে না৷
5)'বুকের রক্ত ছলকে ওঠে 'তপনের--- কারণ কী?
উত্তর: তপনের গল্প ছাপানোর জন্য মেসো নিয়ে গেলে হঠাৎ ছোটোমাসিও মেসো তাদের বাড়িতে বেড়াতে এসে ছিলেন| মেসোর হাতের 'সন্ধ্যাতারা' পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে|
Comments
Post a Comment