1)'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা'---কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে?
অথবা
'তোমার গল্প আমি ছাপিয়ে দেব৷'--বক্তা কে? বক্তার কোন মনোভাবকে প্রকাশ করেছেন?
অথবা
'একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে'---বক্তা কে?এই রকম উক্তির কারণ কি?
উত্তর:বক্তা হলেন তপনের নতুন ছোটমেসোমশায়৷
জ্ঞানচক্ষু গল্পের লেখিকা হলেন আশাপূর্ণা দেবী ছোট মাসির বিয়েতে এসে তপন স্কুলের প্রথম অভিজ্ঞতা নিয়ে প্রথম দিন গল্পটি চুপিচুপি লিখে ফেলেন।তপনের গল্প লেখা পড়ে ছোটমেসো তাকে উৎসাহ দেন ও বলেন--'তোমার গল্প তো দিব্যি হয়েছে।একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে।'এই কথা শুনেই ছোটমাসি সেটা ছাপিয়ে দেওয়ার জন্য ছোটমেসোকে অনুরোধ জানালেন|সে কাজটি হল মেসোর উপযুক্ত কাজ হবে|
2)'তার চেয়ে দুঃখের কিছু নেই,তার থেকে অপমানের'---তার থেকে অপমানের বলতে কী বোঝানো হয়েছে?
অথবা
'তপনকে যেন আর কখনো শুনতে না হয়"---কি না শোনার কথা বলা হয়েছে?
অথবা
'শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন'--দুঃখের মুহূর্ত কি?তপন কি গভীর সংকল্প করেছিল?
উত্তর:জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী তপনের গল্পটি ছোটমেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ায় তপন প্রথমে আনন্দে বিহ্বল হয়ে যায় এবং সে মনে করেছিল আজকে তার সবচেয়ে সুখের দিন।কিন্তু পত্রিকায় ছাপানো গল্পটি পড়ে তখন অবাক হয়ে যায় এবং বুঝতে পারে গল্পটি ছোটমেসো সম্পূর্ণ কারেকশান করে বদলে ফেলেছেন|আত্মসম্মানে আহত তপন সংকল্প করে--"যদি কখনো লেখা ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে।--ছাপা হয় হোক, না হয় না হোক।"
3)'জ্ঞানচক্ষু'গল্পের নায়ক তপনের মেসো ছিলেন অনেক বই ছাপানো হয়েছিল। জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারন কি?
উত্তর:জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী গল্পের নায়ক হলেন ছোটমেসো শিশুসুলভ মন নিয়ে কল্পনা করত তারা অন্য জগতের লোক।লেখকরা যে তপনের বাবা, ছোটমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ ওদের মতোই দাড়ি কামান,ছোট-মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে তার গল্প নিয়ে তর্ক করেন,খাবার খেতে বসে অর্ধেক খাবার খেয়ে উঠে যান।শেষ পর্যন্ত সিনেমা দেখতে চলে যান, বেড়াতে যেতেও কোনো আপত্তি নেই৷মেসোকে দেখে তপন বুঝতে পারে লেখকেরাও সাধারন মানুষ৷এভাবেই তপনের জ্ঞানচক্ষু খুলে যায়।
Comments
Post a Comment