1)"তারপর যুদ্ধ এল/রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে"---তারপর বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধে কে 'রক্তের আগ্নেয় পাহাড়'বলা হয়েছে কেন?
অথবা
'অসুখী একজন'কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো?
উত্তর:'অসুখী একজন' কবিতার কবি হলেন পাবলো নেরুদা তার বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
'অসুখী একজন'কবিতার কবি পাবলো নেরুদা প্রিয় তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর চলে গিয়েছিলেন|বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ রাস্তার উপর জন্মানো ঘাস।কবির দূরে চলে যাওয়ার পর মাথার উপর পাথরের মতাে বছরগুলো নেমে এল।একটার পর একটা বছর কেটে যাওয়ার পর ভয়ংকর যুদ্ধ শুরু হল,সেকথা বোঝাতে গিয়ে কবি 'তারপর' কথাটি ব্যবহার করেছেন|
ধ্বংসকারী ঝড়ের মতাে দেশে যুদ্ধ শুরু হলো৷কবি ভয়ঙ্কর অবস্থাকে ফুটিয়ে তোলার জন্য কবিতাটিতে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ব্যবহার করেছেন।
যুদ্ধের ফলে শিশু ও বাড়ির খুন হলো৷সমস্ত সমতলভূমিতে আগুন ধরে গেল।হাজার বছর ধরে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল।মন্দির টুকরো টুকরো হয়ে উলটে পড়ল৷সেই মিষ্টি বাড়ি বারান্দা,কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন,গোলাপি গাছ ছড়িয়ে থাকা করতলের পাতা,চিমনি, প্রাচীন জলতরঙ্গ আগুনে জ্বলে চূর্ণ হয়ে গেল৷যেখানে কাঠ কয়লা ছড়িয়ে রইল সেখানে দমড়ানো লোহা, মৃতপাথরের মূর্তির বীভৎস মাথা|চোখের সামনে ভাসতে লাগলো জমাটবাঁধা রক্তের কালো দাগ।প্রিয়জনের জন্য দরজায় অপেক্ষারত সেই মেয়েটির দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
অথবা
'অসুখী একজন'কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো?
উত্তর:'অসুখী একজন' কবিতার কবি হলেন পাবলো নেরুদা তার বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
'অসুখী একজন'কবিতার কবি পাবলো নেরুদা প্রিয় তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর চলে গিয়েছিলেন|বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ রাস্তার উপর জন্মানো ঘাস।কবির দূরে চলে যাওয়ার পর মাথার উপর পাথরের মতাে বছরগুলো নেমে এল।একটার পর একটা বছর কেটে যাওয়ার পর ভয়ংকর যুদ্ধ শুরু হল,সেকথা বোঝাতে গিয়ে কবি 'তারপর' কথাটি ব্যবহার করেছেন|
ধ্বংসকারী ঝড়ের মতাে দেশে যুদ্ধ শুরু হলো৷কবি ভয়ঙ্কর অবস্থাকে ফুটিয়ে তোলার জন্য কবিতাটিতে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ব্যবহার করেছেন।
যুদ্ধের ফলে শিশু ও বাড়ির খুন হলো৷সমস্ত সমতলভূমিতে আগুন ধরে গেল।হাজার বছর ধরে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল।মন্দির টুকরো টুকরো হয়ে উলটে পড়ল৷সেই মিষ্টি বাড়ি বারান্দা,কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন,গোলাপি গাছ ছড়িয়ে থাকা করতলের পাতা,চিমনি, প্রাচীন জলতরঙ্গ আগুনে জ্বলে চূর্ণ হয়ে গেল৷যেখানে কাঠ কয়লা ছড়িয়ে রইল সেখানে দমড়ানো লোহা, মৃতপাথরের মূর্তির বীভৎস মাথা|চোখের সামনে ভাসতে লাগলো জমাটবাঁধা রক্তের কালো দাগ।প্রিয়জনের জন্য দরজায় অপেক্ষারত সেই মেয়েটির দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
Comments
Post a Comment