আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর 1)স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? উত্তর:নিজের প্রতি। 2)কবি কিসের মাধ্যমে আরাধনা করেছিলেন? উত্তর:সঙ্গীত। 3)নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কি করছিলেন? উত্তর:নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন| 4)"ছিনিয়ে নিয়ে গেল তোমাকে"--ছিনিয়ে কে নিয়ে গেল? উত্তর:রুদ্র সমুদ্রের বাহু। 5) 'রুদ্র সমুদ্রের বাহু' আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর: প্রাচী ধরিত্রীর বুকের থেকে৷ 6) সমুদ্রপারে কোথায় ঘন্টা বাজছিল? উত্তর:মন্দিরে। 7)"চীনছিলে জলস্থল আকাশের--"কিচেন আর কথা বলা হয়েছে? উত্তর:দুর্বোধ্য সংকেত। 8) প্রকৃতির জাদুকরী উপলব্ধি করেছেন তা কেমন ছিল? উত্তর:দৃষ্টি অতীতে ৷ 9) পশুরা কি ঘোষণা করল? উত্তর:বিনের অন্তিম কাল। 10) যুগান্তের কবি কি বলবেন? উত্তর:'ক্ষমা করো' 11) সমুদ্রেকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন? উত্তর:রুদ্র। 12) আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল? উত্তর:কৃপণ আলোর অন্তঃপুরে। 13) 'পঙ্কিল'শব্দটির অর্থ কি? উত্তর:কর্দমাক্ত৷ 1...
1"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"--লেখকরা কিভাবে কালি তৈরি করতেন সেই প্রবন্ধটি আলোচনা করো? উত্তর:'হারিয়ে যাওয়া কালি কলম'গল্পের লেখক নিখিল সরকারের মূল ভূমিকা 'শ্রীপান্থ'রচনাটি উদ্ধৃতাংশ ব্যবহৃত হয়েছে৷'হারিয়ে যাওয়া কালি কলম'প্রবন্ধে লেখকের ছেলেবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা উল্লেখ করেছেন৷প্রাচীনকালে বলতেন--'তিল ত্রিফলা শিমুল ছালা/ছাগ দুগ্ধ করি মেলা/লৌহপাত্রে লোহায় ঘসি/ছিঁড়ে পত্র না ছাড়ে মসি|'এই ছড়ার তিল,ত্রিফলা সিমুল গাছের ছাল,ছাগলের দুধ ইত্যাদি বিভিন্ন উপকরণের কথা উল্লেখ করেছেন|উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না তাই লেখ জন্য সহজ পথ ধরেন| লেখকের বাড়ি রান্না হতো কাঠের উনুনে।তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত৷লাউ পাতা দিয়ে তার ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলের তা গুলি নিতে হত৷যারা কালি বানাতে ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকী ঘষতে|কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেঙ্গে পুড়িয়ে তা এবং বেটে ওতে মিশানো হতো|সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল রং করে সেই জলে ছ্যাকা দেওয়া হতো।অল্প জল তো অন...